মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিলা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে তিতাস উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগ।
বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা দশটায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ জারু মিছিল বের হয়ে গৌরীপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে তিতাস থানা ভবনের সামনে গিয়ে এক প্রতিবাদ সভা করেন জারু মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দরা।
উপজেলা আওয়ামীলীগের জেষ্ট্য সহ- সভাপতি মুন্সি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী গত ৫ জুলাই বিকেলে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ত্রাণ বিতরণ করেন। এই ত্রাণ বিতরণকে উপহাস করে এবং সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীকে ইংকিত করে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার তার ফেইসবুক আইডি থেকে অশ্লীল ভাষা লিখে পোস্ট করে।
তারই প্রতিবাদে তিতাস উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে জারু মিছিল করে এবং অবাঞ্ছিত ঘোষণা করে।
বক্তারা আরো বলেন, অবিলম্বে পারভেজ হোসেন সরকাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নতুবা তিতাসে প্রবেশ করতে দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সদস্য সচিব দেওয়ান মো.জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার প্রমূখ।
এবিষয়ে পারভেজ হোসেন সরকার বলেন, আমি গত মঙ্গলবার করোনার বুস্টার ডোস নিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকায় আছি, আজ সকালে জানতে পাই আমার স্ট্যাটাস নিয়ে এতো কিছু। আমার স্ট্যাটাসটি পড়লে আপনারা বুঝতে পারবেন আমি এমপি মহোদয়কে নিয়ে স্ট্যাটাস দেইনি। আমি আমার নিজেকে নিয়েই স্ট্যাটাস দিয়েছি।
তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্যকে জরিয়ে যে এগুলো করছে, আমি মনে করি রাজনৈতিক উদ্দ্যশ্য প্রনোদিত এবং সামনে তিতাস উপজেলা আওয়ামীলীগের সম্মেলন এই সম্মেলনকে ঘিরেই গোলা পানিতে মাছ শিকার উপক্রম। তবে আমি সুস্থ হলে ঈদের পর আপনাদের নিয়ে সংবাদ সম্মেলন করবো।