বান্দরবানের রুমা সড়কে বেইলি সেতু ভাঙ্গার কারণে গাড়ি চলাচল বন্ধ।

Messenger_creation_938919130960029.jpeg

স্টাফ রিপোর্টার:-

বান্দরবানের-ওয়াইজংশন-এর পরে রুমা যাওয়ার রাস্তায় কৈক্ষ্যংঝিরি বাজরের আগের বেইলি সেতুটি ভেঙে যায় । রোজ রবরবিবার সকাল ৯ টার দিকে

বেইলি সেতু টি ভেঙে যাওয়া বান্দরবান জেলা শহরের সঙ্গে রুমা উপজেলার গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে যায়। রোজ রবিবার সকাল ৮টার দিকে (আনুমানিক)বান্দরবান-ওয়াইজংশন-রুমা রাস্তায় কৈক্ষংঝিরি এলাকায় এই বেইলি সেতুটি ভেঙে যায় । এই কারণে জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সড়কের সেতুর উভয় পাশ পর্যন্ত গাড়ি চলাচল করছে। ভেঙে পড়া সেতুর দুই পাশে যাত্রীবাহী বাসও চলছে বলে উক্ত গাড়ির লাইনের পরিবহন শ্রমিকেরা জানিয়েছেন।

রুমা উপজেলা পরিবহন শ্রমিক সিমিতির লাইনম্যান জাকির জানিয়েছেন, সকাল ৮টার দিকে একটি ভারী গাড়ি পার হওয়ার সময় কুক্ষংঝিরি বাজার এলাকার একটি বেইলি সেতু ভেঙে পড়ে। তবে দুর্ঘটনায় গাড়িটির কোনো ক্ষতি হয়নি। এতে সেতুর পাটাতন খুলে গেছে। এরপর আর ওই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। অবশ্য যাত্রীরা হেঁটে ভেঙে পড়া সেতু পারাপার করে উভয় দিক থেকে যানবাহনে চলাচল করছেন। বেইলি সেতুর দুই পাশ থেকে যাত্রীবাহী বাস চলাচল করছে।

কৈক্ষংঝিরি বাজার এলাকায় ভেঙে পড়া সেতুটি বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কে অবস্থিত। এটি জেলা শহর থেকে ৪০ কিলোমিটার ও রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে।

জেলা শহরের রুমা বাসস্টেশনের গাড়িচালকেরা জানিয়েছেন, গতকাল শনিবার রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে। সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা উপজেলা সদরে যেতে পারেনি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম জানিয়েছেন, ভেঙে পড়া বেইলি সেতুটি সম্পর্কে সড়কটির ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন বলে জানান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top