রাজধানীর পুরান ঢাকা সুত্রাপুর থানাধীন কুলুটোলা ও কাঠেরপুল নতুন রাস্তা এলাকায় নকশা বহির্ভূত ৫টি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন

20230726_231904.jpg

সিনথিয়া আহামেদ পপি :
রাজধানীর পুরান ঢাকা সুত্রাপুর থানাধীন
কুলুটোলা ও কাঠেরপুল নতুন রাস্তা এলাকায় নকশা বহির্ভূত ৫টি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়া হিয়া খান। বুধবার ২৬,জুলাই, দুপুর ২ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বিকাল ৬ টায় শেষ হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ হিয়া খান ও অথরাইজড অফিসার মাকিদ এহসান এর নেতৃত্বে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭/২ এর,মোজা সুত্রাপুর কুলুটোলা এলাকায় নকশা বহির্ভূত ৫টি ভবনের আংশিক অপসারণ করা হয়।

এই দিকে ভবনের মালিকরা অভিযোগ করে সাংবাদিকদের বলেন,আমরা রাজউকের ইমারত নির্মান নিয়ম মেনেই ভবন নির্মান করেছি।ভবন নির্মানের সময় রাজউকের লোকজন এসে তদারকিও করে গেছেন।তখন তারা আমাদেরকে কোন প্রকার বাধা দেয়নি।আজ কোন নোটিশ ছাড়াই আমাদের ভবন ভেঙ্গে দিয়ে গেছেন।

এই পর্যায়ে সাংবাদিকদের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ ইয়া খান বলেন নকশাবহির্ভুত ভবন নির্মান করার বিষয়টি মোবাইল কোর্টের নজরে এলে ভবনের কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়।

কুলোটোলা কাঠেরপুল নতুন রাস্তা এলাকায় বেশ কিচ্ছু ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়েছে এবং ডিভিডিসির মাধ্যমে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়

এদিকে কুলুটোলা এলাকায় বহুতল একটি ভবনের অবৈধ অংশ অপসারণ করে তার বৈদ্যুতিক মিটার জব্দ করা সহ মোট পাঁচটি ভবনে এ অভিযান চালানো হয়েছে। এসময় ঠাকুরদাস লেন সংলগ্ন এলাকায় একটি ভবনের নকশা বহির্ভূত বারতি অংশ অপসারণ করতে গেলে ভবন মালিক সহ স্থানীয়রা রাজউক কর্মকর্তাদের সাথে অশালীন আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ ইয়া খান
জোন ৭/২ অথরাইজড অফিসার মাকিদ এহসান। সহকারী অথরাইজড অফিসার আবু তোহা,প্রধান ইমারত পরিদর্শক মো: কামাল,ইমারত পরিদর্শক জয়না�

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top