মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ঢাকা বরিশাল মহা সড়কে যাত্রীবাহী বাস ও পিকয়াপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় পিকআপের চালকসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকয়াপ চালক মাসুম (২৫)কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মজুমদার কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা সাংবাদিকদের জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ঘটিকায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার মজুমদারকান্দি নামক স্থানে টেকেরহাটগামী যাত্রীবাহী একটি লোকাল বাস মাদারীপুর গামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় পিকআপের চালকসহ ১০ জন যাত্রী গুরুতর আহত হয়।
এর মধ্যে মুমর্ষ অবস্থায় পিকআপ চালক মাসুমকে (২৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এবং মঞ্জু শিকদার (৫০), শেখ আরেক (৪২), মোরসেদ শেখ (৫০), জাহাঙ্গীর শেখ (৩৮) ও সাহানুর রহমানকে (৫০) রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।