স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
মাধবপুরে এক মসজিদের মুয়াজ্জিনের বসত বাড়ির সীমানা থেকে বিভিন্ন প্রজাতির ১৫-২০টি চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
এ ঘটনায় গত শনিবার বিকালে হরষপুর রেলওয়ে স্টেশন মসজিদের মুয়াজ্জিন মোঃ ইব্রাহিম খলিল বাদী হয়ে মাধবপুর থানা একটি অভিযোগ দায়ের করেন-অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শিবরামপুর গ্রামের দুবাই প্রবাসী মোঃইমরান মিয়ার স্ত্রী মোছাঃ নাদিরা আক্তার (৩৫) গত (৩ই’ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে পাশাপাশি বাড়ির বাসিন্দা
মুয়াজ্জিন মোঃ ইব্রাহিম খলিলের বাড়ির সীমানা থেকে বিভিন্ন প্রজাতির ১৫-২০টি চারা গাছ কেটে ফেলে দেয় এবং হুমকি প্রদান করেন বিবাদীর পরিবারের লোকজনদের যে কোন সময় খুন ও জখম করিবেন। এ ব্যাপারে মোয়াজ্জিন মোঃ ইব্রাহিম খলিল নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি অভিযোগে উল্লেখ্য করেন।
অভিযোক্ত মোছাঃ নাদিরা আক্তার এর সাথেযোগাযোগ করা হলে তিনি জানান- আমি চারা গাছগুলো কাটি নাই বাদী নিজেই কেটেছে তাঁকে ফাঁসানোর জন্য তবে তিনি দাবি করেন
গাছগুলো মোয়াজ্জিন ইব্রাহিম খলিলের সীমানায় বা জায়গায় পড়ে নাই দলিল আছে এটা তাদের নিজস্ব জায়গা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম খান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।