মুন্সীগঞ্জে সরকারি হাসপাতালে ঢুকে বেসরকারি ক্লিনিকের ‘দালালি’ করায় ৪ ব্যক্তি আটক

received_3690194921243312.jpeg

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল হতে ৪ ব্যক্তি আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ-
সরকারি হাসপাতালে ঢুকে বেসরকারি ক্লিনিকের হয়ে ‘মধ্যস্থতার’ কাজ করছিলেন তারা।
বুধবার দুপুরে কয়েকজন শিক্ষার্থী ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন- স্বপন (৪৮), আজমল (৩২), মজিবুর রহমান (৩৫) ও ইয়াসমিনা (৩৫)।
চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালে আগত রোগীদের ফুসলিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত বলে
জানিয়েছে কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু হেনা জামাল জানান, ‘হাসপাতালে পরিচ্ছন্নতা থেকে দালাল প্রতিরোধে ছাত্ররা আমাদের সহযোগিতা করে
আসছে।

আজ বুধবার ৩০ শে (অক্টোবর)
দালাল চক্রের কয়েকজন হাসপাতালে এসে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছিলো।
শিক্ষার্থীরা আমাদের কাছে নিয়ে আসলে আইনী সহযোগীতার জন্য পুলিশকে ফোন দিলে পুলিশ
তাদের আটক করে।’

তিনি আমাদের কে বলেন, ‘দালাল প্রতিরোধে আমাদের কার্যক্রম
চলছে, এখন থেকে চিহ্নিত দালালদের ছবি টাঙিয়ে রাখা হবে হাসপাতালে। যেন তারা অপকর্ম করতে না পারে।

আগত রোগীদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজিব কুমার দে বলেন, দালালীর অভিযোগে ৪ জনকে ধরে
আমাদের কাছে সোপর্দ করে কতৃপক্ষ। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনী পদক্ষেপে কার্যক্রম চলছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top