বান্দরবানে সমাজসেবার কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো।

received_3993870730849875.jpeg

স্টাফ রিপোর্টার:-

পৃথিবীর সকল দেশ একটি বিষয়ে প্রায় ভূল করে সেটা হলো উন্নয়নের পিছনে ছোটা,যদি উৎপাদন নিয়ে এই ভূলটা করতো তাহলে সব দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতো আর উৎপাদন করতে গিয়ে অব্যবহৃত কৃষি পণ্য কে যদি শীল্পে পরিনত করা যেতো তাহলে কৃষক ও নিম্ন আয়ের অনেক মানুষ এখানে জড়িয়ে পড়তো,যার ফলে সমাজের অনেক ক্ষেত্রেই দারিদ্র্যের সংখ্যা কমে আসতো।

বান্দরবানে National social security strategy (NSSS) এর বাস্তবায়নে জেলা ও সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগীতায় সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা মূলক কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান জেলার মেঘলা এলাকায় পর্যটন মোটেল হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বন্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতাসহ সমাজসেবা কর্তৃক পরিচালিত বিভিন্ন সেবা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং এসব সমাজ সেবা অধিদপ্তরের এ সকল নানামূখি উন্নয়ন কার্যক্রমের বিষয়ে জনগনের কাছে পৌছানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top