তিতাসে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

received_1717660815246035.jpeg

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা তিতাস উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্য়ালয় এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, র‍্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূঁইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-আলম, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠন নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আওয়ামী লীগের জন্ম হতো না, আওয়ামী লীগের প্রতিষ্ঠা না হলে বাংলাদেশের জন্ম হতো। তাই নেতাকর্মীদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে একত্রে কাজ করতে হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top