স্টাফ রিপোর্টার,জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী):
” স্মার্ট বাংলাদেশের প্রত্যায় দূর্যোগ প্রস্তুতি সবসময় ” শ্লোগানে ১০ মার্চ সকাল সারে আটটার সময়ে গলাচিপা উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী’টি উপজেলা চত্তর হয়ে লঞ্চঘাট ও শহর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল- হেলার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন।
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্নকর্তা খোকন চন্দ্র দাস, প্রকৌশলী ( এলজিইডি) মু. জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টিশন অফিসার মোঃ কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ- প্রকৌশলী এম এম আসাদুজ্জামান আরিফ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, পানপট্টি ও ডাকুয়া ইউপি চেয়ারম্যান সহ সিপিপি’র বিভিন্ন ইউনিটের কর্মীরা এবং গনমাধ্যম কর্মী বৃন্দরা র্যালী ও আলোচনায় অংশ গ্রহন করেন।