মোঃ কামরুল ইসলাম :
টিটুবাগেরহাট জেলার সুয়োগ্য পুলিশ সুপার জনাব কে,এম আরিফুল হক, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুর রহমান এর নেতৃত্বে এসআই/ওয়াসিম আকরাম, এএসআই/সাধন বিশ্বাস, এএসআই/আশেকুজ্জামানসহ ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনাকালে মোরেলগঞ্জ থানাধীন আমতলা বাজার হইতে ১০০ গজ দক্ষিনে সাইন বোর্ড টু শরনখোলা গামী মহসড়কের উপর হইতে আসামী ১. মোঃ সজিব শেখ(২২), পিতা-শাহ আলম শেখ, সাং-সোনাখালী, পুটিখালী ইউপি, থানা-মোরেলগঞ্জ, ২. মোঃ জাকির মীর(৩১), পিতা-আফরের মীর ওরফে আফছার মীর, সাং-বকুলতলা, থানা-শরনখোলা
উভয় জেলা-বাগেরহাটদ্বয়কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।