এস এম আবু বকর,দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব বাগমারা গ্রামের মোঃ সাইফুল ইসলামের,বড় মেয়ে মোসাম্মৎ সুমাইয়া আক্তার (১৫) এর সাথে মোঃ নইম উদ্দিনের ছেলে মোঃ রাসেল মিয়া সাং মধ্যবাগমারা
কে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করে সুমাইয়ার,সাথে মোঃ রাসেলের বিয়ের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ মোবাইল কোট পরিচালনা করেন। এসময় মেয়ের বাবা মাকে বাল্য বিয়ের আয়োজন করায়,বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং 18 বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না মর্মে মুচলেকা মেয়ের বাবা মা-র কাছ থেকে নেওয়া হয়েছে।
এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাল্য বিবাহ বন্ধের অভিযান কালে সাথে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম।