গাজীপুরে বাউপাড়া বিটে চলছে নিরব বাণিজ্য ও ডিমারগেশন ছাড়া বাড়ি নির্মান কাজ।

received_3616163511978014.jpeg

ওমর ফারুক, রিপোটারঃ

গাজীপুর ২২ নং ওয়ার্ড গজারিয়াপাড়ার প্যানাস নিটেট ক্রিয়েশন লিমিটেড এর দক্ষিন প্বাশে বন্যপ্রাণী ডিভিশনের বাউপাড়া বিটের আয়নার বাগান নামক এলাকায় চলছে বন দখলের পায়তারা,

বাগানের পূর্বপ্বাশে শেষ সিমানায় বনের জমি দখল করে স্থায়ীভাবে গাড়া হয়েছে পানির মটর।

দৈনিক দিন প্রতিদিনের তদন্ত সুত্রে যানাগেছে আব্দুল হক নামের এক ব্যাক্তি একি এলাকার মোজাফফর নামের ব্যাক্তির সহযোগীতায় ১০ হাজার টাকার বিনিময়ে বাউপাড়া বিট কে রাজি করিয়ে অনুমতি নিয়ে মটরের কাজটি সম্পন্ন করেছেন।

এ বিষয়ে বাউপাড়া বিট অফিসার মোঃ সামসুদ্দিন সাব দৈনিক দিন প্রতিদিন কে বলেন আমি বা আমরা কেউ টাকা পয়সা নেইনি এবং এ বিষয়ে আমরা আব্দুল হকের বিরোদ্যে ব্যবস্থা নিবো,কিন্তু নেওয়া হয়নি এখনো কোন ব্যাবস্থা।

একই এলাকার বাগানের পশ্চিম প্বাশে আয়নার বাড়ির উত্তর পশ্চিম সাইটে হাজী নাসির নামের এক ব্যক্তি ডিমারগেশন ছাড়াই গড়ে তুলছেন বাড়ি নির্মাণ কাজ।

বাড়িটির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকের কোন পাশেই নেই কোন রাস্তা, এবং বাড়িটির নির্মাণ সামগ্রী মালামাল ও নেওয়া হয়েছে বনের ভিতর দিয়ে,

তদন্ত সুত্রে যানাযায় বাড়িটির পূর্বপ্বাশে রয়েছে একটি আকাশ মনি বাগান যে বাগানের মাঝখান দিয়ে বনের জমি নষ্টকরে রাস্তা বানিয়ে বাড়ি নির্মানের জন্য নেওয়া হয়েছে ইটা বালু সিমেন্ট ,এবং বাড়িটি নিজেস্ব সম্পদের উপর থাকলেও বারান্দাটি রয়েছে বনের জমির উপর।

এ বিষয়ে বাড়ির মালিক হাজী নাসির সাহেব দৈনিক দিন প্রতিদিন কে বলেন আমি আমার বাড়ি নির্মানের মালামাল প্রথমে বাগানে রাখি,

পরে গার্ড ফরেস্ট এর লোক এসে এখানে মালামাল রাখতে নিষেধ করেছে পরবর্তীতে আমি আমার নিজের বাড়িতে মালগুলো রেখেছি,আমি ডিমারগেশন করিনাই যখন দরকার তখন করেনিবো।

এভাবেই বিভিন্ন অনিয়ম বনদখলের পাঁয়তারা ডিমারগেশন ছাড়া নির্মাণ কাজ বাউপাড়া বিটের চোখের সামনে দিয়ে করে আসছে দেখার যেনো কেউনেই।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top