প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে : মতবিনিময় সভায় জেলা প্রশাসক।

received_349665071374664.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা বলেন প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে।” হাওর নদী পাহাড় বন, এই নিয়ে হবিগঞ্জের পর্যটন “। এতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রেখে যেতে হবে। মাদক নির্মূলের জন্য সচেতনতা তৈরি করতে হবে, নাহলে আমরা কেউই নিরাপদ থাকতে পারবো না।আমাদের সন্তানেরা নিরাপদ থাকে আমাদের বিশ্বাসের উপর।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মাধবপুর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এর সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল নাজিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আব্দুর সাত্তার বেগ,উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, , উপজেলা যুবলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ,সৈয়দ মো: সোহেল, ফারুক আহমেদ পারুল, মিনহাজ উদ্দিন কাসেদ, মীর খুরশিদ আলম, বাঘাসুরা ইউনিয়নের প্যানেল কাউসার আহমেদ,আফজাল চৌধুরী,
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী, সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী,সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাংবাদিক আয়ূব খান, আজিজুর রহমান জয়, সাব্বির হাসান, মিজানুর রহমান,এসএম শামীম আহমেদ প্রমূখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top