মোঃ সোহেল রানা :-
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন গাবতলী শাখার মত বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কোর্টবাড়ী মাঠে এই মত বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপজল গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমেদ,কার্যকরী সভাপতি মো: ওয়াহিদ সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার, মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হোসেন মজুমদার প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বক্তব্য বলেন,গাবতলীতে নতুন বহুতল ভবন নির্মাণের জন্য বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ চালকদের সহযোগিতা চান।