দিন প্রতিদিন ডেস্ক :
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কাল চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এ ম্যাচের আগে বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয় বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। যদিও তিনি মানছেন বাংলাদেশকে হারানো সহজ হবে না তাদের পক্ষে।
২০১৯ বিশ্বকাপে সুপার ওভারে বাউন্ডারি মারার বিবেচনায় অনেকটা ভাগ্যদোষে ইংল্যান্ডের কাছে শিরোপা হারায় কিউইরা। তবে এবার ভারত বিশ্বকাপে উড়ন্ত শুরু করেছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় পেয়েছে। নিউজিল্যান্ডের পরের দুই ম্যাচ বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে।
দুটি ম্যাচই চেন্নাইয়ে, যেখানে বাড়তি সুবিধা পান স্পিনাররা।
এ দুই দলকে অপেক্ষাকৃত দুর্বল দল হিসেবে গণ্য করেই তার আশা, বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচই জিতবে নিউজিল্যান্ড। স্টিড বলেন, ‘অবশ্যই, ম্যাচ দুটি সহজ হবে না। তবে এ দুই দল সম্ভবত সেই ছয়-সাত দলের অন্তর্ভুক্ত নয়, যারা সত্যিকার অর্থে নিজেদের বিশ্বকাপের জয়ের দাবিদার বলতে পারে।