বাউফলে ৭৩টি পূজা মন্ডপে চলছে রং তুলির শেষ আঁচর

received_1465697350948150.jpeg

মোঃ ফিরোজ,বাউফল উপজেলা প্রতিনিধি:
শরতের কাশফুল আর শিশির ভেজা ভোর জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব ঘিরে পটুয়াখালীর বাউফলে প্রতিমা তৈরিতে কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। মৃৎ শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমা গুলে হয়ে উঠছে অপরূপ। খড় আর কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরি শেষে এখন চলছে প্রলপ ও রঙের কাজ। একই সঙ্গে শরতের দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। বাউফলের পূজামন্ডপগুলোতে দেখা গেছে, কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। কারিগররা প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পাড় করছেন। নিপুণ হাতের ছোঁযায় তৈরি হচ্ছে দেবীদুর্গা, ল²ী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। মহাষষ্ঠী তিথিতে বোধন ও দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজা। পরদিন সপ্তমী তিথিতে পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন। আগামী ২০ অক্টোবর ২০২৩ (৩ কার্তিক ১৪৩০) তারিখ শারদীয় দুর্গা পূজা শুরু হয়ে ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হবে।মৃৎ শিল্পীরা জানান, প্রতিবছরই তারা অধীর আগ্রহে দেবীদুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। শুধু জীবিকার জন্যই নয়। দেবীদুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে বাউফলে ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৭৩ টি পূজা মন্ডবে প্রতিমা তৈরি করা হচ্ছে। তার মধ্যে ৬২ টি প্রতিমা ও ১১ টিতে ঘট পূজা তৈরি করা হচ্ছে। বিশৃংখলা ঠেকাতে পূজা মন্ডপ গুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বাউফল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল বলেন, শারদীয় দূর্গা পূজার প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়ে, আলোকসজ্জা সহ যাবতীয় কাজ খুব দ্রুত শেষ হয়ে পূজা মন্ডপ গুলো প্রস্তুত হচ্ছে। বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান, সকল ধরনের নিরাপত্তার জন্য পুলিশের চৌকস দল প্রস্তুতি রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, দুর্গা উৎসব সার্বজনিন ভাবে পালনের জন্য সরকার নির্ধারিত সকল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top