গাজী ইব্রাহিম খলিলঃ
সিলেটে বন্যাদুর্গত মানুষের পাশে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তরুণ বক্তা ক্বারী জুবায়ের আহমেদ তাশরিফ।
গতকাল তরুণ এই বক্তা সিলেটে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করেন, টাকা বিতরণের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয় এবং ভিডিও টি অনেকের চোখে পানি চলে আসে এমন কষ্টে জীবন যাপন করছে পানিবন্দি মানুষ গুলো।
জুবায়ের আহমেদ তাশরিফ বলেন পানিবন্দি মানুষের কষ্ট দেখে কি করে বসে থাকি মনে চাই এদের জন্য জীবন টায় দিয়ে দিই।
তরুণ বক্তা জূবায়ের আহমেদ তাশরিফ দেশের সকল শ্রেণী পেশার মানুষের সিলেট সহ সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য তরুণ বক্তা জুবায়ের আহমেদ তাশরিফ মাত্র বিশ বাইশ বছর বয়সে সারাদেশে ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত করে সুনাম অর্জন করেছেন বর্তমানে এই বক্তা সবার কাছে পরিচিত।