মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে নানা আয়োজনের মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, তিতাস থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে সাংসদ সেলিমা আহমাদ মেরী তার তিতাসস্থ রাজনৈতিক কার্যালয় ফুলচাঁন ভবনে আয়োজিত ১৫ আগস্টে সকল শহিদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে তাহার অর্থায়নে আয়োজিত কাঙ্গালি ভোজের স্থান গুলো পরিদর্শন করেন।
স্থান গুলো হলো, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কড়িকান্দি বাজার, শ্রমিক লীগের আয়োজনে উপজেলা কমপ্লেক্স গেইট, বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে থানা সড়কে, উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট, উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কড়িকান্দি স্টেশন, উপজেলা ছাত্রলীগের আয়োজনে গাজীপুর, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিনের আয়োজনে বাতাকান্দি টেগুড়া পাড়া, সাতানী ইউনিয়নের আয়োজনে পুরান বাতাকান্দি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন এর আয়োজনে কালাইগোবিন্দপুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম সরকারের আয়োজনে মাছিমপুর আর আর ইনিস্টিউটশন, তিতাস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন পলাশ এর আয়োজনে দাসকান্দি বাজা। এছাড়াও দুলারামপুর বাজার, আসমানিয়া বাজার, জিয়ারকান্দি, গোপালপুর, শিবপুর, শাহপুর, মৌটুপী, জগতপুর, মোহনপুর ও দুধঘাটা।