বান্দরবানে গাড়ি খাদে পড়ে ১ সেনা সদস্য নিহত,আহত ৩

received_1094056731543099.jpeg

স্টাফ রিপোর্টার,ডেভিড সাহাঃ

বান্দরবানে সেনাবাহিনীর পিকআপ খাদে পড়ে এক সেনাসদস্য নিহত ও তিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় বান্দরবানের থানচি আলীকদম সড়কের ২৮ কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য সৈনিক শিমুল। সে আলীকদম ১৬ ইসিবির সেনা সদস্য ছিলেন।
গুরুতর আহতরা হলেন, ড্রাইভার কর্পোরাল প্রবীর, সৈনিক ফরহাদ, সৈনিক ইব্রাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম রোডে আলীকদম ১৬ ইসিবির সেনাবাহিনীর একটি পিকআপ গাড়ি থানচি আসার সময় ২৮ কিলো নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট নিচে পড়ে যায়। গাড়িতে থাকা সৈনিক শিমুল ঘটনাস্থলে
মারা যায়। খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় গাড়িতে থাকা আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে থানচি হাসপাতালে প্রেরণ করা হয়।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ রায় ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,গাড়ি খাদে পড়ে দূর্ঘটনায় একজন সেনা সদসস্য নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top