মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
পদ্মাসেতুর উদ্বোধনকে স্মরণীয় রাখতে বাংলাবাজার ঘাটে জনসভাস্থলে ছয় দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ জুন (শনিবার) জেলা প্রশাসকের আয়োজনে ও ঢাকার শিল্পকলা একাডেমির পরিবেশনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে যানাযায়।
শুক্রবার (১৭ জুন) সকাল ১০.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন সভায় এসব তথ্য জানান।
তিনি আরো জানান, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে থাকছে সংগীত পরিবেশন, মনোমুগ্ধকর লেজার শো, আতশবাজি, সমবেত নৃত্য। থাকছে ব্যান্ডদল স্পন্দন ও জলের গান এবং আরো থাকছে যাত্রা, নাটক, বাউল দলের পরিবেশনা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা ও বিশেষ অ্যাক্রোব্যাটিক পরিবেশনা।
এতে সংগীত পরিবেশন করবেন, বিশিষ্ট কন্ঠশিল্পী মমতাজ বেগম, এম পি খুরশীদ আলম, প্রতীক হাসান, খাইরুল আনাম শাকিল, প্রিয়াংকা গোপ, কণা, ইমরান, শফি মন্ডল, রাজিব, ঐশী, মেহেরীন, সজীব সহ অন্যন্য। সমবেত নৃত্য পরিচালনা করবেন। শামীম আরা নিপা ও শিবলী মুহাম্মদ।
জেলা প্রশাসক মহদয় আরো জানান, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বুধবার (২২ জুন) সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য ও আনন্দ মিছিল শুরু হবে। আজকে থেকেই ক্ষন গণনা শুরু হচ্ছে। থাকবে এলইডি মনিটার। যাতে দূর থেকে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারে। থাকবে।
থিম সং,প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। তিনি আরো বলেন। প্রধানমন্ত্রী সেতুর দুই পাড়েই ম্যুরাল উদ্বোধন ও টোল প্রদান করবেন। অনুষ্ঠানে ভিআইপি সকলের আমন্ত্রণ রয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝোটন চন্দ্র সহ সিনিয়র সাংবাদিক মাহবুবর রহমান বাদল,
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, গোলাম মাওলা আকন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।