বাউফল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি কামরুজ্জামান বাচ্চু ও সম্পাদক তোফাজ্জেল হোসেন নির্বাচিত

received_884118233251287.jpeg

মোঃফিরোজ,বাউফল উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল  প্রেসক্লাবের এক বছর মেয়াদি ২০২৪ইং সালের কার্যকরী কমিটির নির্বাচন আজ (২২ ডিসম্বর) শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় দুপুর ১ টায়।
এতে ৪০ জন সদস্য ভোট প্রদান করেন।১৩ সদস্য ওই কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু  ও সাধারণ সম্পাদক হয়েছেন মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন  ।
সহ-সভাপতি হয়েছেন  প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক ঢাকা প্রতিদিনের মনিরুজ্জামান হিরণ , কোষাধ্যক্ষ গণদাবীর মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক  বাংলাদেশ বানীর সাইফুল ইসলাম , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কীর্তন খোলার মাঈনউদ্দিন জিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক  বিজয় টিভির উত্তম কুমার  , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সময়ের আলোর পিয়াল হাসান। চার নির্বাহী সদস্য হলেন নয়া দিগন্তের আসাদুজ্জামান সোহাগ, দৈনিক অবজারভারের আরেফিন সহিদ , ভোরের কাগজের অতুল চন্দ্রপাল ও ভয়েস অফ এশিয়ার মোঃ জলিলুর রহমান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. বশির গাজীর নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আতিক।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top