স্টাফ রিপোর্টার, মো: পারভেজ হোসেন:
মহানবী ﷺ বলেন “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন।” এর আলোকে সোনারগাঁওয়ের একটি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন উপহার দেয়ার মাধ্যমে কুরআনের প্রথম ছবক প্রদান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিক কামরুজ্জামান রানার সভাপতিত্বে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকার মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নাজরানা শেষ করা ২৫জন শিক্ষার্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই মরহুম জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে উপহার স্বরূপ নতুন কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
কুরআনের ছবক ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের নেতা সাজিদ মাহবুব। তিনি বলেন, ইঞ্জিনিয়ার মাসুম ভাইয়ের নির্দেশে যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভাইয়ের দিক নির্দেশনায় মাদ্রাসার কোমলমতি শিশুদের জন্য জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র উপহার। আল্লাহ মেহেরবান এই মাদ্রাসার বাচ্চাদের কে কবুল করে এদের উছিলায় আমাদেরকে যেন জান্নাতবাসি করেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।
মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আব্দুল্লাহর পরিচালনায় ছবক শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম ছবক অনুষ্ঠানে অভিভাবক ও ৯০ জন শিক্ষার্থীসহ আরো উপস্থিত ছিলেন, হাজী জালাল উদ্দীন, জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের কামাল ভান্ডারী, সুমন, মো. ফারুক, আল আমিন প্রমুখ।