মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:
হবিগঞ্জের মাধবপুরে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা আজ ১০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান আতিক, উপজেলা স্বাস্থ্য প:প কর্মকর্তা ইশতিয়াক মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসান জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তা বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশন সহ সবার মাঝে উন্মুক্ত আলোচনার মাধ্যমে মতামত যাচাই সহ সবার সহযোগিতা কামনা করেন।
এতে ১২০টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, যুবলীগ সভাপতি ফারুক পাঠান সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ ও সুহার্দ্যপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন কল্পে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাধবপুর মডেল প্রেসক্লাবের আহ্বায়ক ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী ও সাংবাদিক আলমগীর কবির।