দিন প্রতিদিন ডেস্ক :
বড় লক্ষ্য তাড়া করতে যেমন শুরু দরকার ছিল, তার ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ। উল্টো আসা-যাওয়ার মিছিলে আছেন ব্যাটাররা। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট নেই বাংলাদেশের। স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৬৮ রান। বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব এখন উইকেটে থাকা দুই ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিমের কাঁধে। ফিফটি পূর্ণ করে ৫২ রানে ব্যাট করছেন লিটন। তাঁর সঙ্গী মুশফিক অপরাজিত আছেন ৩ রানে।
ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পায় ইংল্যান্ড।
তানজিদ হাসান তামিমকে জনি বেয়ারস্টোর ক্যাচ বানিয়ে ফেরান রিস টপলি। দলীয় ১৪ রানে ব্যক্তিগত ১ রানে আউট হন তানজিদ। এর পরের বলেই নাজমুল হোসেন শান্তকে লিয়াম লিভিংস্টোনের ক্যাচ বানিয়েছেন টপলি। সাকিব আল হাসানও আউট হয়েছেন এই বাঁহাতি পেসারের বলে।
চতুর্থ উইকেটে একটি জুটির সম্ভাবনা জাগিয়ে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। লিটনের সঙ্গে তাঁর জুটি থেকে এসেছে ২৩ রান। ৭ বলে এক চারে ৮ রান করেছেন মিরাজ।