মোঃ রুবেল মৃধা,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া ইউনিয়নের একই পরিবারের সাতজন নিয়ে আওয়ামী লীগের আহবাগ কমিটি ঘোষণা। ১। মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা আহবায়ক ২। মোঃ মাসুম মৃধা সদস্য বর্তমান চেয়ারম্যান মরিচ বুনিয়া ইউনিয়ন পরিষদ দেলোয়ার মৃধা ছেলে ৩। মোঃ মজিবর মুধা সদস্য দেলোয়ার মৃধার আপন বড় ভাইয়ের ছেলে। ৪ আলতাফ হোসেন খলিফা সদস্য দেলোয়ার মৃধার আপন শ্যালক ৫ মোজাম্মেল খলিফা সদস্য দেলোয়ার মৃধার আপন চাচা শশুর ৬। মন্নান মোল্লা সদস্য দেলোয়ার মৃধার আপন ভায়রা ৭ হাইব্রিড আওয়ামী লীগ মনোয়ার হোসেন সদস্য দেলোয়ার মিরদার বড় ছেলের শ্যালো। এই কমিটি ঘোষণা করায় ইউনিয়ন সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এবং ঘোষিত কমিটির সদস্যরা সহ ক্ষভ প্রকাশ করেন অনেক নেতাকর্মীরা বলেন মাজেদের পরিবার ও ছেলে আজীবন বিএনপি করছে দেলোয়ার মৃধার ছেলের সাথে মনোয়ারের বোনের বিয়ে হওয়ার কারণে মনোয়ার কে কমিটিতে সদস্য করা হয়েছে তাই আমরা এটাকে দেলোয়ার মৃধার ফ্যামিলি কমিটি হিসেবে দেখছি। এই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন যুগ্ন আহবায়ক মোঃ মোতাহার শিকদার সহ ৪ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেন তারা হলেন ১ মোঃ মোতাহার শিকদার যুগ্ন আহবায়ক ২। মোহাম্মদ বাবুল চৌকিদার সদস্য তিন ৩। মোঃ হাবিবুর রহমান সদস্য ১৪ ৪। আলহাজ্ব সিরাজুল ইসলাম সদস্য ১৬। ৫। মরিচ বনিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আহমেদ সিকদার তার ছেলে মোঃ আলমগীর শিকদার সদস্য ১৭। এই ঘোষিত আহব্যাক কমিটি থেকে এরা সবাই পতাকা করেন।