বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

Messenger_creation_2619121641604552.jpeg

মো লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী শহীদ ও আহতদের দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এর পরে পবিত্র কুরআন থেকে তেলওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সদর উপজেলার সমাজসেবা অফিসার মিহির কুমার পাইকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসী) ডাঃ মোঃ জসীমউদ্দীন ভূইয়া,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েল। আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক মো. ফরহাদ মিয়া ও নিহত পরিবারের প্রতিনিধি। যুমনা টেলিভিশনের সাংবাদিক আরাফাত রায়হান সাকিবের তৈরি করা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রোজেক্টরে প্রদর্শন করা হয়। মনোযোগ দিয়ে দেখেন প্রধান অতিথিসহ যারা উপস্থিত ছিলেন। সদর উপজেলার সমাজ কল্যাণ কমিটির সহযাগিতায়, সদর উপজেলা ও জেলা প্রশাসক আয়োজনে নিহত ৪ পরিবার এবং আহত ৬২জনকে আর্থিক সহায়তা প্রদান করেন।
আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় l

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top