রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,শাওন গাজী:-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পূর্বাচল অঞ্চলের উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উবায়দুর রহমান শাহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক মাশফাকুর রহমান। এ সময় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম, নাগরিক কমিটির নেতা জুনায়েদ আজম হৃদয়, রূপগঞ্জ জামায়াতের আমীর আনোয়ার হোসেন, গুলিবিদ্ধ আহত নাজমুল শাহাদাত মুন্না, গুলিতে নিহত তাওহিদুর রহমান জিসানের বাবা আওলাদ হোসেন, মাহমুদুর রহমান খানের ভাই মতিউর রহমান, ফারহানের বাবা শহিদুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। এখন আমাদের দেশ গড়ার সময়। শহীদদের ত্যাগ, আহতদের আর্তচিৎকার স্মরণ করলে জাতি কখনো ভুল পথে চলতে পারেনা। সকল বিভাজন, অরাজকতা ত্যাগ করে মানবিক দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। তবেই দেশ পরিপূর্ণ স্বাধীন হবে। অনুষ্ঠান শেষে ছাত্র জনতার আহত ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।