গাজী ইব্রাহিম খলিল- নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
আমার ছোটো বেলা থেকে স্বপ্ন চিলো হিরো হবার, কখনো ভাবি নি মিডিয়া ইন্ডাস্ট্রি তে অস্তে পারবো। ছোট থেকে বেরিউঠা চট্টগ্রাম তারপর ২০১৬ এসএসসি পরীক্ষার দিয়ে ঢাকা ব্যবসায় শুরু করি। ব্যবসার পাশাপাশি টুকটাক মডেলিং শুরু করি তারপর একদিন একটি গ্রুপের সাথে যক্ত হয় তারপর সেইখানে যাত্রা সুরু মডেলিং। শুরুতে কেউ আমাকে সাপোর্ট কোরে নি এমনকি আমার ফ্যামিলি কেউ না । তারপর অল্প অল্প করে কাজ করতে থাকি। ২০২০ সালে মিস্টার বাংলাদেশ এবং মিস্টার ফটোজেনিক এ ২য় রানার আপ হই। তারপর থেকে বদলে যায় আমার জীবন নাটোক টিভিসি এবং ফটোশুট ব্র্যান্ড মডেলিং কাজ কাজ করার সুযোগ পায়। বর্তমানে মডেলিং এর পাশাপাশি পারিবারিক ব্যবসা সামলাচ্ছি।
সত্যি কথা বলতে মডেলিং জগতে আসার পূর্বে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল ইভেন আমার বাবা-মার কাছ থেকে মিথ্যা আশ্রয় নিয়ে মডেলিং করার জন্য সময় বের করে নিতাম। মনে অনেক স্বপ্ন আছে বহুদূর যেতে, চাই সকলের দোয়া এবং ভালোবাসা