মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিক হত্যা- নির্যাতনের বিচার, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেওয়া ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ ঘটিকার দিকে মুন্সীগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের অস্থায়ী কার্যালয়ে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এর সার্বিক সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি এম আবদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে এর মহাসচিব নুরুল আমিন রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে এর সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব আহম্মেদ মতিউর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, সাংবাদিক মাহবুবুর রহমান, দৈনিক টারমিগানের সম্পাদক ও প্রকাশক হাজী মুহাম্মদ সেলিম, সাবেক অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম। মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রুবেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসানুল কবির, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্য সচিব সামছুল হুদা হিটু, সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা সুলতানা রিতা, মোমিন বিশ্বাস, মিনহাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান রলিন, তুষার আহমেদ, লিটন মাহমুদ, রাজ মল্লিকসহ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও মুন্সীগঞ্জ আনলাইন প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ বলেন, “দেশব্যাপী সাংবাদিকদের হত্যা – নির্যাতনের বিচার, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেওয়া ও ডিজিটাল আইন বাতিলের প্রতিবাদে সকলকে সোচ্চার হতে হবে। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”