দোয়ারাবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়

received_322510436789467.jpeg

এস এম আবু বকর,দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের কৃতি সন্তান শিক্ষানুরাগী ও দানবীর ক্বারী ইসমত আলীর অর্থায়নে জাহাঙ্গীর গাও লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে শনিবার(২২ জুলাই) দিনব্যাপী ক্বারী ইসমত আলীর বাড়িতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় ২৮ জন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
সেখানে ‘ইয়েস কার্ড’ পেয়েছে ১০ জন। তাদেরকে আনুষ্ঠানিক পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

মুফতী আব্দুস সালামের সভাপতিত্বে মাওলানা সফিকুল হক,মাষ্টার সফিকুল ইসলাম, মাওলানা মুহিবুর রহমান মামুন ও ইঞ্জিনিয়ার জাফর আলীর যৌথ উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আরশ আলী গণী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম মাষ্টার, সাবেক মেম্বার জালাল উদ্দীন, আলাউদ্দিন,সমাজসেবক তৈমুছ আলী লন্ডনী,ডা:হারুনুর রশিদ প্রমুখ

প্রতিযোগিতায় ২৮ জন প্রতিযোগীর অংশগ্রহনে ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক মুহাম্মদ আব্দুল আজিজ,হাসনাইন তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ মোহাম্মদ শাহান,মাদ্রাসাতুল কুরআন ওয়াগ সুন্নাহ সিলেট আখালিয়া নতুন বাজারের শিক্ষা সচিবের বিচারদের বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়। এসময় আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাউড়া কাসিমিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ,বরইউড়ি দারুস সুন্নাহ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন,নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান,সাবেক সহ সুপার মাওলানা মো: মর্তুজ আলী,জাহাঙ্গীর গাঁও মির্ধারপাড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন,নেতরছই হাফিজিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রসার প্রধান শিক্ষক মাওলানা মো: মুহিবুর রহমান মামুন, নরসিংপুর প্যারাডাইজ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আবুল হাছান মো: মুকাদ্দুস, মুকিরগাঁও বশরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রসার প্রধান শিক্ষক মাওলানা আবু বক্করসহ ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top