শীতলক্ষ্যা নদীতে প্রাণ হারানো সেই পরিবারের পাশে মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি

276164295_517630449747741_7652475253119771771_n.jpg

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শীতলক্ষ্যা নদীতে প্রাণ হারানো সেই পরিবারের পাশে মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি। মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা বুধবার তিনটায় হোসেন্দী ইউনিয়নের ইসমানিচর জেলেপাড়ায় গেলেন এমপি মহোদয়। নারায়ণগঞ্জ শীতলক্ষ নদীতে লঞ্চডুবি ঘটনায় গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামের নিহত দুই বোনের বাড়িতে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান মুন্সীগঞ্জ ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এম পি মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, বাউশিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জিতু, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সারওয়ার আহমেদ ফরাজী।

এ সময় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের ছাত্রী ও তার ছোট বোন লঞ্চ ডুবিতে প্রাণ হারান তাদের পরিবারের খোঁজখবর নিতে সেখানে ছুটে যান এমপি মহোদয় তার পরিবারকে সান্তনা দেন এবং তিনি বলেন সব সময় আমি আপনাদের পাশে আছি এবং থাকব।

এমপি মহোদয় কে কাছে পেয়ে চোখের জলে ঘাতকদের বিচার দাবি করেন এবং আবেগাপ্লুত হয়ে যান তারা বলেন যে জাহাজটি লঞ্চটিকে ধাক্কা মেরে এতগুলো লোকের প্রাণ নিলো সেই ঘাতক ড্রাইভার স্টাফদের বিচার যেন হয় তারা বলে আমরা কিছুই চাইনা সেইবা ঘাতকদের বিচার যেন হয় তাহলেই আমার দুই মেয়ের আত্মা শান্তি পাবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top