রাত ৮টার পরে দোকানপাট বন্ধের নির্দেশনা অমান্য করায় রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
ডিপিডিসি সূত্রে জানা যায়, সোমবার রাজধানীর বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, পল্টন, ফকিরাপুল এলাকায় অভিযান চালায় ডিপিডিসির টিম। এসব এলাকায় মাইকিং করে লাইট বন্ধ করার অনুরোধ করার পরও যারা সেই নির্দেশনা অমান্য করেছে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ডিপিডিসির কর্মকর্তারা।
এদিকে গতকাল সিদ্ধান্ত হওয়ার পর ডিপিডিসির ফেসবুক পেজে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের অনুরোধ জানানো হয়।
সেখানে বলা হয়, সম্মানিত গ্রাহক, জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ডিপিডিসির অনেক এলাকায় অনিচ্ছাকৃত লোড শেডিং করতে হচ্ছে। সম্মানিত গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য ডিপিডিসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।