কুড়িগ্রামে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবীতে নিবন্ধিত শিক্ষদের মানববন্ধন

Kurigram-Pannel-Teacher-Human-Chain-Photo-11-02-2022.jpg
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : 
কুড়িগ্রামে এনটিআরসিএ নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে প্যানেল প্রত্যাশীরা। শুক্রবার দুপুরে তিনদফা দাবী নিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, সদস্য জান্নাতুল নাহার, হাবিবুর রহমান, মাহফুজার রহমান প্রমুখ। প্যানেল প্রত্যাশী নিবন্ধধিত শিক্ষক সংগঠনের ব্যনারে মানবন্ধনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, এক আবেদনে স্ব-স্ব নীতিমালা অনুসারে কোটাবিহীন সকল নিবন্ধনকারীদের নিয়োগের ব্যবস্থা করা। ইনডেক্সধারীরেদ আবেদনের পরিবর্তে বদলীর ব্যবসথা করা। নিবন্ধনধারীদের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন পরীক্ষা বন্ধ রাখা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top