স্টাফ রিপোর্টার:
এ বছরের ১৫ই মার্চ পেয়াজ আমদানী বন্ধ ঘোষণার পর থেকে বাজারে প্রতি কেজি পেয়াজের মূল্য ছিলো ২৫-৩০ টাকা কেজি । এর পর ধাপে ধাপে বেড়েছে পেয়াজের দাম গত ২ দিন আগেও পিয়াজ কেজিতে ৯০-১০০ টাকায় বিক্রি হতো।
আমদানির খবরে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে। কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা কমে গতকাল পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়। তা ছাড়া ক্রেতাও ছিল কম। যার প্রভাব পড়েছে নগরীর খুচরা বাজারে ।
এদিকে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ মঙ্গলবার রাতেই ছয়টি ট্রাক ৮৪ টন পেঁয়াজ নিয়ে প্রবেশ করে খাতুনগঞ্জে। বুধবার থেকে ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামের এই পাইকারি বাজারে বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর থেকে খাতুনগঞ্জে প্রতিদিনই কমছে পেঁয়াজের দাম। মূলত আমদানির খবরে দেশি পেঁয়াজের চাহিদা কমেছে। আজ প্রতি কেজি পেঁয়াজ মান ভেদে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করা হয়। ভারতের পেঁয়াজ আসার পর দেশি পেঁয়াজের দাম আরও কমবে। নগরীর চৌমুহনী কর্ণফুলী কাঁচা বাজারে এক পেঁয়াজ ক্রেতা বলেন, আমদানির অনুমতি আরও আগে দেওয়া উচিত ছিল। তাহলে পেঁয়াজের কেজি ১০০ টাকা পর্যন্ত যেত না। আমার মনে হয় পেঁয়াজের দাম আরো কমবে। তবে ভিন্ন মন্তব্য করেন এক খুচরা বিক্রেতা, ভারতের পেঁয়াজ বাজারে আসার কারনে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি । যে দেশী পেঁয়াজ আমাদের পাইকারী ক্রয় মূল্য ৮০-৯০ টাকা সেই পেঁয়াজ এখন খুচরা বিক্রি করতে হচ্ছে ৫০-৬০ টাকায় । আর ভারতীয় পেঁয়াজ যা এসেছে তার অধিকাংশ পচা ও নষ্ট ।