ফরিদ চিশতী সিনিয়র,স্টাফ রিপোর্টারঃ
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ আগষ্ট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১৩ আগস্ট)শনিবার বিকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের রাজফুলবাড়িয়া বাজারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।তেঁতুলঝোড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদিস চন্দ্রধর তুলসীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী পলাশের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পরপর দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও জনবন্ধু খ্যাত ফখরুল আলম সমর।
এ সময় প্রধান আলোচক বলেন,প্রথমেই আমি ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহীদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে গভীর শোক প্রকাশ করছি।তার সাথে জোর দাবি জানাচ্ছি বঙ্গবন্ধুর খুনি যারা এখনও দেশের বাহিরে জীবিত আছে তাদের কে অবিলম্বে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার।তিনি আরোও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যার নীলনকশাকারীর প্রধান ছিলেন মেজর জিয়া।মেজর জিয়ার নেতৃত্বে পাকিস্তানের কিছু দোষর বাংলাদেশ কে পূনরায় আবার পাকিস্তান বানানোর জন্য স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারের সদস্যের রাতের আধারে কাপুরুষের মতো হত্যা করে।মহান আল্লাহ্ রহমতে দেশের বাহিরে থাকার কারনে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা প্রানে বেচে যান।বঙ্গবন্ধু কে হত্যা করে তারা মনে করেছিলো বাংলাদেশে আর কখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না।তারা ভুলে গিয়েছিলেন বাংলার সাড়ে ৭কোটি জনগন বঙ্গবন্ধুর এক বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো এবং বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমাদের উপহার দিয়েছে।সেই পাকিস্তানের জারজ সন্তানেরা এখনও বাংলাদেশ কে পাকিস্তান বানানোর পায়তারা করছে।আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই জারজ সন্তানদের কঠোর হস্তে দমন করবেন এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা কে পূনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিবেন।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দেয়া প্রার্থনা করেন।
অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা (উত্তর) সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ্ আলম,সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এমদাদুল হক অতুল, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার ও সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নাজমুল হোসেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী,ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সাইদুল ইসলাম,সাভার থানা যুবলীগের সাধারন সম্পাদক জসিম, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইমতিয়াজ প্রমূখ সহ তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।