স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (০৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আতাউল ইসলাম, কৃষি অফিসার শহিদুল আমীন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শহিদুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাদের মিয়া , উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল ইসলাম সাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম প্রমুখ।
এসময় উপজেলার ১২৮ টি আন্তঃ প্রাথমিক স্কুল চিত্রাংকন প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করেন,চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন, আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছেন দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সোহানা আক্তার মীম এবং বীর শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিনে তার জীবনের আত্মকাহিনী ও বীরত্বের নানা দিক ও বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত থাকা বক্তারা।
শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বিপদগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন। পরে উপজেলা চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও একটি গাছের চারা রোপণ করা হয়। এছাড়া বাদ জুম্মা উপজেলা জামে মসজিদে শহীন ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।