আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর)আসনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে আসছে নতুন চমক,তরুন প্রার্থী।

received_200328292941262.jpeg

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি,লিটন বিশ্বাস (তন্ময়):-
ইতোমধ্যে এলাকা বাসির নজর কেড়েছেন-তৃণমূল থেকে উর্বরা তরুন নেতা,বহুল আলোচিত ঐতিহাসিক ওড়াকান্দির ধর্মগুরু শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসুরী:জনাব সুব্রত ঠাকুর।
গোপালগঞ্জ -১ ( কাশিয়ানী – মুকসুদপুর) আসনে কাশিয়ানীর সন্তান যিনি ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে স্বীকৃত ওড়াকান্দি ঠাকুর বাড়ী মা শ্রীমতী সীমা ঠাকুরের কোল জুড়ে জন্মগ্রহণ করেছিলেন সুব্রত ঠাকুর।
বাবা হিমাংশু ঠাকুর।
দাদা ব্যারিষ্টার পি,আর ঠাকুর (প্রমথ রঞ্জন ঠাকুর) বৃটিশ সময়কালে ১৯৩৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তৎকালিন বৃহত্তর ফরিদপুর মহাকুমা যেখানে সংসদীয় আসন ছিল দু’টি তন্মধ্যে ফরিদপুর দক্ষিন এর এমএলসি ছিলেন তিনি।
চাচা শচীপতি ঠাকুর ১৯৬৪ সালে পাকিস্তান সময়কালে উক্ত সংসদীয় আসনের এমপিএ ছিলেন।
সুব্রত ঠাকুর ব্যক্তি জীবনে একজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ রাজনৈতিনির সাথে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
তিনি বর্তমানে কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা দিচ্ছেন।

আওয়ামী লীগ রাজনীতিতে
বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।
ছত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রামদিয়া সরকারি এস কে কলেজের ভিপি ছিলেন।

সামাজিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের দৃষ্টান্তস্বরুপ শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্ত বৃন্দুদের প্রাণের সংগঠন বাংলাদেশ মতুয়া মহাসংঘ এর কার্যকরী কমিটির সভাপতি হিসেবে ও তিনি দায়িত্ব পালনে ব্যাপক ভূমিকা রেখেছেন।

জাতীয় গনমাধ্যমকর্মী (ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার) প্রতিনিধিদের এক সাংক্ষাতকারে এ তথ্য ব্যক্ত করেন পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে নিজ জন্মস্থান গোপালগঞ্জ ১ আসন কাশিয়ানী মুকসুদপুর থেকে মনোনয়ন প্রত্যাশা করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top