কদমতলী পারভীন ক্লিনিকের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

44-inner-2104131446.jpg

খোরশেদ আলম শিকদারঃ

রাজধানীর কদমতলীর শ্যামপুর বউবাজার পারভীন ক্লিনিকে ভুল সিজারে সানজিদা (২০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

প্রসূতির ভাইয়ের মেয়ে সানজিদা সাংবাদিক
খোরশেদ আলম শিকদার কে বলেন, সানজিদা আন্টিকে চেকআপ করাতে আমরা শনিবার বিকেল ৫টার সময় বাসার পাশে কদমতলী গ্যাসরোড বউবাজার পারভীন ক্লিনিক নিয়ে যাই। তখনও আন্টি সম্পূর্ণ সুস্থ্য ছিল। সেখানে নেয়ার পর ক্লিনিকের লোকজন আমাদেরকে সিজার করাতে বলে। না হয় প্রসূতির ও গর্ভের সন্তানের সমস্যা হবে। রীতিমত তারা আমাদেরকে ভয়ের মধ্যে ফেলে দেয়।
একপর্যায়ে তাকে ব্যাড পেশার, রক্তের গ্রুপসহ কোন প্রকার চেকআপ না করে সরাসরি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সেখানে অপারেশনের পর সন্তান প্রসব করায়। কিন্ত প্রসূতি সানজিদা (আন্টির) পুরো শরীর নীল দেখতে পাই। এক/দেড়ঘন্টা পরও তাকে অচেতনই দেখতে পাই। তাদের ভুল সিজারের কারণে সানজিদা আন্টি হাসপাতালেই মারা যায়। পরে ক্লিনিকের লোকজন নিজেকে নির্দোষ বানাতে তাকে প্রথমে শ্যামপুর ডেল্টা কিনিকে,পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে জানতে পারভীন ক্লিনিকের মালিককে ফোন করে পাওয়া যায়নি।

কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা হাসপাতালের লোকজনের বরাত দিয়ে সাংবাদিক
খোরশেদ আলম শিকদার কে বলেন, প্রসূতি সানজিদা হাসপাতালে যাওয়ার পর তাকে সিজার করে সন্তান প্রসব করা হয়েছে। সেখানে সানজিদার খিঁচুনি ওঠেছে। অবস্থা বেগতিক দেখে তাকে প্রথমে শ্যামপুর ডেল্টা ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে আমাদের পুলিশের লোকজন রয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top