সুমন কান্তি দাশ : চকরিয়ায় গাড়ি চাপায় ৬ ভাই নিহতের ঘটনায় গাড়ির মালিক গ্রেফতার। কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে গাড়িচাপায় ছয় ভাই নিহত হওয়ার ঘটনায় গাড়ির মালিক মাহমুদুল করিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেফতার করেছে।
পিআইবির উপপরিদর্শক এনামুল হক জানান, গ্রেফতার মাহমুদুল করিম একজন সবজি বিক্রেতা। চকরিয়ার আড়ত থেকে সবজি নিয়ে কক্সবাজারে যাওয়ার পথে গত ৮ ফেব্রুয়ারি তার মালিকানাধীন পিকআপটি মালুমঘাট এলাকায় একই পরিবারের সাত ভাইবোনকে চাপা দেয়।
ওই ঘটনায় হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মাহমুদুল করিমকে সোমবার রাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আহছানিয়া মিশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপচাপায় একসঙ্গে পাঁচ ভাই ঘটনাস্থলেই মারা যান। ১৪ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় রক্তিম শীলও (৩৫) মারা যান।
আহত বোন হীরা শীল এখনো মালমুঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতদের ছোটভাই প্লাবন সুশীল (২৪) বাদী হয়ে পিকআপ ভ্যানচালককে আসামি করে একটি মামলা করেন।