মোঃজসিম শেখ,জেলা প্রতিনধি:-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সন্ত্রাসী জঙ্গি সা’দপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও ইজতেমা মাঠে বর্বর হামলাকারী খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সোনারং ব্রীজ হয়ে বড়লিয়া মোড় প্রদক্ষিণ করে থানার সামনে দিয়ে উপজেলা পরিষদে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল্লাহ, মুফতি আলমগীর, মুফতি আহসানউল্লাহ, হাফেজ শামসুল আলম, মাওলানা মেসবাহ উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবুল কামাল আজাদ, মাওলানা সাজ্জাদ, মাওলানা তারিক জামিল, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফী সহ আরো উলামায়ে কেরাম ও স্থানীয় মুসুল্লিগন।
এসময় হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আহসান উল্লাহ ফরাজি জানান আমরা মধুপুর পীর সাহেব এর নেতৃত্বে সারা মুন্সীগঞ্জ জেলায় আন্দোলন করিতেছি, ভারতের দালাল উগ্র খুনি সা’দ গ্রুপ যারা টঙ্গীর ময়দানে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে এই উগ্র খুনিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। আমাদের দাবি তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। টঙ্গীর মাঠ ও কাকরাইল মসজিদ থেকে তাদেরকে উচ্ছেদ করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে তাদের সন্ত্রাসীর তালিকায় উঠিয়ে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং এই খুনের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যতদিন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করে শাস্তি না দেওয়া হয় এবং তাদেরকে নিষিদ্ধ করা না হয় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।