বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে: রিপন মল্লিক

IMG-20241221-WA0002.jpg

নিজস্ব প্রতিবেদক:-

শৃঙ্খল সাংবাদিকের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে বলে জানিয়ে টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক আরো জানান সাংবাদিকদের ঐক্যবব্ধ থাকাটাও জরুরী। ২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি টঙ্গীবাড়ি প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মতবিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আক্তার লাকুরিয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু। আলোচনা সভায় বিগত সময়ের পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকরা বর্তমানের সমস্যা ও উপস্থাপন করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সভাপতি শেখ সোহাগ, সাংবাদিক মোজাফর হোসেন, সুমনচোকদার,মাসুম হাসান, সামসুদ্দিন তুহিন, নাজমুল হাসান পিন্টু,হোসেন হাওলাদার প্রমুখ। টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম জানান, উপজেলা বিএনপির সভাপতি প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে দেখা করেছেন তাদের খোঁজ খবর রাখছেন তা অত্যান্ত মানবিক দিক। এর আগেও আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের দেখেছি তারা কিছু সাংবাদিকে নিজের ষ্টাফ মনে করে বাড়িতে ডেকে তাদের ব্যবহার করত। তিনি আরো জানান, বিএনপির সাবেক সাধারন সম্পাদক তিনি একজন সাংবাদিক বান্ধব নেতা। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত টঙ্গীবাড়ি প্রেসক্লাব নিয়মিত গঠনতান্ত্রিক ভাবে পরিচালিত হয়ে আসছে। আওয়ামী শাসন আমলে বিভিন্ন নামে-বেনামে ক্লাব খুলে সুবিধা নেয়া কয়েকটি মহল টঙ্গীবাড়ি প্রেস ক্লাবের সুনাম নষ্ট করার জন্য পায়তারা করছে বলে উপস্থিত সাংবাদিকরা জানান। এ সময় তারা প্রেসক্লাবকে রাজনৈতিক ক্লাব বা ব্যবসা প্রতিষ্ঠান মনে না করার কথা ও বলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top