মোঃ কামাল উদ্দিন ( জ্যাকি ):
বাংলাদেশের প্রথম মিহলা ব্ল্যাক বেল্ট ও প্রথম ভেটেরান পদকপ্রাপ্ত কারাতেকা ও ফিটেনস পরামর্শক শামীমা আখতার তুলি চূড়ান্তভাবে ‘এলামনাই’ নির্বাচিত হেয়েছন। এর ফলে তিনি আগামীতে মার্শাল আর্ট এর উন্নয়নে UNESCO এর যত অনুদান এবং কর্মকান্ড সব কিছুর পরামর্শক হলেন। UNESCO এর অধীনে I CM (ইন্টার ন্যাশনাল সেন্টার ফর মার্শা ল আর্টস) এর আয়োজিত “The 5th Martial Arts Research Initiative for Experts (MARIE)” প্রোগ্রামে । ২০১৭ সালে প্রতিষ্ঠিত হবার পর ICM থেকে এই পর্যন্ত ১৭ টি দেশের ( এশিয়া, আফ্রিকা, ইওরোপ, ল্যাটিন আমেরিকা, উত্তর আেমিরকা ) মোট ২৫ জন ‘এলামনাই’ তৈির হেয়েছন। তরুণ ও মহিলাদের নিয়ে ১০ বছেরর বেশী কাজের অভিজ্ঞতা, মাস্টার্স ডিগ্রি, ইংরেজিতে সক্ষমতার প্রমাণ, পারসোনাল স্টেটেমন্ট, স্টাডি প্লান, রেকেমন্ডেসান লেটার, মার্শা ল আর্ট ও বিভিন্ন ব্যায়াম বিষয়ে রচনা লিখন এবং অনলাইন ইন্টারভিউ এর মাধ্যেম দীর্ঘ প্রক্রিয়ায় এই বাছাই অনুষ্ঠিত হয়। বলা বাহুল্য, এই প্রথম বাংলাদেশ থেকে কোন প্রতিযোগী এই তীব্র প্রতিযোগিতামূলক ও সন্মানসূচক রিসার্চ প্রোগ্রামের আয়োজনে নির্বাচিত হলেন। উল্লেখ্য যে, তুলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেন এবং পরবর্তীতে তার প্রিতষ্ঠিত ব্যায়ামাগার কমব্যাট জিম বাই তুলিতে গত ২১ বছর যাবত ১০ হাজারেরও বেশী মেয়েদের প্রশিক্ষণ দিয়েছেন। যেহেতু এই রিসার্চ প্রোগ্রামের এলামনাইরা পরবর্তীতে তার নিজের দেশের লোকাল কো-অরিডেনটর হিসাবে কাজ করবেন, তাই তুলি আশা করছেন, তার প্রিতিনিধত্বে তিনি বাংলাদেশের নাম ও মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হবেন । তদুপির, UNESCO ও ICM এর মত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজের মাধ্যেম বাংলাদেশের তরুণ ও মিহলাদের মার্শা ল আর্টস বা ব্যায়াম চর্চা শুধু নয়, দেশের ক্রীড়া ক্ষেত্রের সীমাবদ্ধতা দূরীকরণ ও আন্তর্জাতিক উন্নিতর জন্যও তুলি দৃষ্টান্তমূলক ভূমিকা রাখেত পারেবন বলে আশা করছেন । তরুণ ও মিহলাদের নিয়ে ১০ বছরের বেশী কাজের অভিজ্ঞতা, মাস্টার্স ডিগ্রি, ইংরেজিতে সক্ষমতার প্রমাণ, পারসোনাল স্টেটমেন্ট, স্টাডি প্লান, রেকেমন্ডেসান লেটার, মার্শা ল আর্ট ও বিভিন্ন ব্যায়াম বিষয়ে রচনা লিখন এবং অনলাইন ইন্টারিভউ এর মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়ায় এই বাছাই অনুষ্ঠিত হয়। তুলি তাঁর এই সাফল্যের জন্য বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পিরষদ, বাংলাদেশ মার্শা ল আর্টস কনেফডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব হাসানউজ জামান মনি সহ তুলির সকল শিক্ষক, সহযোগী ও ছাত্রদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতের পথ পিরক্রমায় পাশে পাবার আশাবাদ ব্যক্ত করেন।