শ্রীনগর প্রতিনিধি, মো: (শিপু):-
শ্রীনগরে ১টি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের নাগের পাড়া মাঠ সংলগ্ন দোকানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানী সাধন মন্ডল আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। সে ওই এলাকার দেবেন্দ্র মন্ডলের পুত্র। দোকানে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, ভোরের দিকে নাগের পাড়া সাধন মন্ডলের দোকানে আগুন লাগার খবর শুনতে পান তারা। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে মন্ডিরসহ অন্যান্য দোকানপাট রক্ষা পায়। এ বিষয়ে হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন জানান, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরির্দশন করেন। এ সময় ইউএনও মো. মহিন উদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানীকে কিছু নগদ অর্থ (সাড়ে ৭ হাজার টাকা) প্রদান করেন এবং সংশ্লিষ্ট দোকানীকে ক্ষতির পরিমাণের বিষয়ে একটি লিখিত আবেদন করার জন্য বলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই পাশে অন্যান্য দোকানপাট ও মন্দির আগুনের হাত থেকে রক্ষা পায়। ধানরা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় মুদি, কনফেকশনারী ও সিলিন্ডার সম্বলিত ১টি টিনের দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়।