ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি।

Messenger_creation_775076778168835.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জ-৪ আসনের (মাধবপুর-চুনারুঘাট) সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১ জুলাই) বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরের পাশে মাধবপুরের জনগণের আয়োজনে ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র এস এম মুসলিম, চেয়ারম্যান আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান বাবুল খান, সৈয়দ হাবিবউল্লাহ সুচন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আত্তাউস সামাদ বাবু, পৌর ছাত্রলীগ সভাপতি শাহ মো. ইরফান, আসাদুজ্জামান গেন্দু, বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামিম হোসেন, সুমন মিয়া, জহির মিয়া বশির মিয়া, জাহাঙ্গীর আলম জয়, রফিক ভূইয়া, সাগর আহমেদ, তানভীর মোল্লাসহ অনেকেই।

মানববন্ধন বক্তব্যরা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এমপি ব্যারিস্টার সুমনকে যে হত্যার হুমকিদাতাকে দ্রুত খোঁজে বের করে আইনে আওতায় আনতে হবে।

বক্তব্যরা আরও বলেন, যদি হুমকি দাতাকে খোঁজে বের করতে বিলম্ব করা হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেয়।

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
এ ঘটনায় শনিবার (২৯ জুন) রাতে ঢাকা শেরেবাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টায় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top