জহিরুল ইসলাম’নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশের এই দিনটি জাতি গভীর শ্রদ্ধা ও উদ্দীপনায় উদযাপন করছে। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা আয়োজনে মুখরিত থাকবে পুরো দেশ।১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কৃষকদলের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে র্যালি টি শুরু করে পৌর সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষীণ শেষে নবীনগর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়৷র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা কৃষকদলের আহবায়ক জহিরুল হক জরু এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, যুগ্ন আহবায়ক মোঃ মমিনুল ইসলাম পলাশ, যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, যুগ্ন আহবায়ক কাজী হেলাল উদ্দিনসহ উপজেলার প্রত্যেক ইউনয়নের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।