গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ যশোর সীমান্তে গ্রেফতার।

Messenger_creation_494892777036534.jpeg

রিপোর্টার,মো: আব্দুল হামিদ:-

গাজীপুরের টঙ্গী ৪৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ যশোরের শার্শা সীমান্তে ভারত যাওয়ার পথে বিজিবির হাতে আটক হয়েছেন।১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এর তথ্য নিশ্চিত করেছেন। জানা যায় কিরণ ভারতের পালানোর সময় যশোরের শার্শা থানাধীন সীমান্ত থেকে বিজেপি তাকে আটক করে। যশোরের দায়িত্বরত ৪৯ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর ও সাবেক মেয়র আটক হন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অত্র সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি অবৈধভাবে ভারতের প্রবেশ করার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে বিওপির টহল দল দল মেইন পিলার ১৮/১-এর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে বেতনা নামক স্থানে এলাকায় অভিযান চালায় বিজিবি।এ সময় অবৈধ ভাবে অনুপ্রবেশ দায়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ৪৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক মেয়র কিরণকে আটক করা হয়। আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় স্থানীয় এক মানব পাচারকারী যশোর জেলার শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের নুর নবীর মাধ্যমে ১ লাখ টাকা চুক্তির বিনিময় ভারতে যাওয়ার জন্য সীমান্তে আসেন। এছাড়া এই আসামির বিরুদ্ধে গাজীপুরে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top