বিনোদন ডেস্ক :-
এপ্রজন্মের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে অনবদ্য অভিনয় করলেও বৃষ্টির ইচ্ছে ছিল সিনেমার নায়িকা হওয়ার। সে উদ্দেশ্য নিয়ে সিনেমার দিকে ঝুঁকেছিলেনও তিনি। কিন্তু এখনও তার আশা সেভাবে পূরণ হয়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তানিয়া বৃষ্টির ইচ্ছে পূরণ না হওয়ার পেছনে রয়েছে এক অস্বস্তিকর ঘটনা।
সমপ্রতি সিনেমায় কাজ না করার কারণ জানিয়ে এ বৃষ্টি বলেন, নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল, সেসব আর নিতে পারছিলাম না। সে কারণেই আর সিনেমায় কাজ করা হয়নি। হয়তো একদিন হবে।
নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলত অভিনয় শুরু করেন তানিয়া বৃষ্টি। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ -এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে নিজেকে শোবিজে জায়গা করে নিয়েছেন।
ভারতের ‘পুণে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল’,‘সিন্ধুডারগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ ও‘সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ তার অভিনিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভিনেতা’ প্রদর্শিত হয়েছে।