অনলাইন ডেস্ক :-
বেশ ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদের। দায়িত্ব নেওয়ার পরই ডেকেছিলেন বোর্ড সভা। এবার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম ‘দ্য বোট’–এর জন্য বরাদ্দ করা জমি দেখতে হাজির বিসিবির নতুন সভাপতি।
জমি দেখা শেষে গণমাধ্যমকে ফারুক বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’
শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নকশা।
শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নকশা।
তিনি আরও বলেন, ‘আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারব না। সে জন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট—অনেক খেলা। এখন সে জন্য মাঠটা তৈরি করব।’
স্টেডিয়ামে নৌকার প্রতিকৃতি থাকবে কি না এমন প্রশ্নে বিসিবি প্রধান বলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নাই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’