রানা,পটুয়াখালী প্রতিনিধি:-
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মোঃ আল আমিন মৃধা (৩০) এর খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
০৫.০৯.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল দশটায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ নারী ও পুরুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন চাচা আঃ মোতালেব ভাতিজা মোঃ আল আমিন মৃধাকে(৩০) ছুরিকাঘাত করে ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চাচা আঃ মোতালেব মৃধা ও তার ছেলে লাবিব মৃধাকে ঘটনার দিন রাতে বগা ফেড়ি ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিচুল হক বলেন, পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে