মো: রাসেল,স্টাফ রিপোর্টার :
দোয়া, মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে, লক্ষ্মীপুর
চ্যানেল ফ্যাশন মান্দারী বাজার বর্ষপূর্তি উদযাপন পালিত হয়। লক্ষ্মীপুর সদর চন্দ্রগঞ্জ থানা মান্দারী বাজারে,দেশের চলমান রুচিশীলত পোষাক সামগ্রীর,একমাত্র প্রতিষ্ঠান
চ্যানেল ফ্যাশন।
বিগত এক বছর থেকে আস্থা ও বিশ্বাসের সাথে নির্ভর যোগ্যতার মাঝে পাল্লা জমিয়ে, প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায়(বাদ মাগরিব) মান্দারী বাজারের প্রাণ কেন্দ্র দক্ষিণ স্টেশন,
মান্দারী শাখার আয়োজনে
কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা মিষ্টিমুখের মৃদু হাসির সমহারে মধ্যে দিয়ে কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্য বাহী মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন,জামির
তলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো শাহ আলম, দৈনিক মুক্ত বাঙ্গালী পত্রিকার সম্পাদক ও গ্রীণ লাইফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার কামালুর রহিম সমর, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আব্দুল খালেক, মান্দারী বাজার বনিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী,
মান্দারী বাজার বনিক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল খান সুজনসহ প্রমুখ। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
এসময় চ্যানেল ফ্যাশনের পরিচালক, কর্মকর্তা ও
সহকর্মীদের পক্ষ থেকে সকল ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আয়োজিত চ্যানেল ফ্যাশন মান্দারী শাখার পরিচালক,রেজাউল ইসলাম খাঁন সুমনের সার্বিক তত্বাবধানে প্রথম বর্ষপূর্তি উদযাপনে সৌন্দর্য মণ্ডিত হয়ে ওঠে।